এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে ২ রানে হারল বাংলাদেশ

এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে ২ রানে হারল বাংলাদেশ

এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে ২ রানে হারল বাংলাদেশ
এশিয়া কাপের সেমিতে ভারতের বিপক্ষে ২ রানে হারল বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ মিরপুরে ড্রেসিং রুমের সামনে কথা বলতে বলতে আটকে যাচ্ছিলেন শামীম হোসেন। চোখের কোনে জল। মুখ বেরিয়ে গড়িয়ে পড়তেই হাত দিয়ে মুছে নিলেন। ২ রানে হারের যন্ত্রণায় শামীম যে কতটা কাতর তা বোঝা যাচ্ছিল তার কথায়। বিষন্ন, বিধস্ত আর এলোমেলো লাগছিল তাকে।

দলকে জিতিয়ে বীরের বেশে ফিরতে চেয়েছিলেন শামীম হোসেন। কিন্তু এলোপাথারি এক শটে তার স্বপ্ন ভাঙল। ভাঙল বাংলাদেশের স্বপ্নও। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১৭৩। জয়ের থেকে ১২ রান দূরে ছিল বাংলাদেশ। হাতে ৩ উইকেট। হঠাৎ পথ হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ রান করা শামীম আউট হন নিজের ভুলে। গঙ্গাপুরামের শট মিড উইকেটের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন। তার বিদায়ের পর বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ৯ রান। শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপে ফাইনালে উঠা হয়নি বাংলাদেশের। নাটকীয় জয়ে ভারত চলে যায় ফাইনালে।

হারের যন্ত্রণার ভয়াবহতা ফুটে উঠল তার কন্ঠে, ‘এমন হারের কষ্টটা তো বলে বুঝানো যাবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলাম ম্যাচটা শেষ করে আসার। কিন্তু…. (কান্না)।’

অথচ বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শামীম হোসেনই। তাকে সঙ্গ দেন আকবর হোসেন। ৬৫ রানে ৫ উইকেট হারানোর পর দুজন জুটি বাঁধেন। ৭৪ রানের জুটিতে জয় নাগালে চলে আসে বাংলাদেশের। কিন্তু ভাগ্যদেবী আজও সঙ্গে ছিল না বাংলাদেশের। জয়ের থেকে ৩৪ রান দূরে থেকে বাংলাদেশ হারায় আকবরের উইকেট। ১২ রান দূরে থাকতে আউট হন শামীম। শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপে পুড়তে হয় বাংলাদেশকে।

নিজেদের ব্যাটিং নিয়ে শামীম বলেন, ‘আমার লক্ষ্য ছিল আমি ম্যাচটা শেষ করে আসব। আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই করেছে, কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারেনি। আমাদের কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল।’

অনূর্ধ্ব-১৯ দলটি একেবারেই নতুন। যুব এশিয়া কাপের স্কোয়াডের ১৫ ক্রিকেটারের ১৩ জনের অভিষেক হয়েছে এ টুর্নামেন্টে। শামীম হোসেনও অভিষিক্তের তালিকায়। নিজেদের হারকে তাইতো খুব বড় করে দেখতে চাইছেন না মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘এবারের অনূর্ধ্ব-১৯ দলটি নতুন। সামনে আমাদের যেসব টুর্নামেন্টগুলো হবে, আমরা চেষ্টা করব এই ছোট ছোট ভুলগুলো যেন পুনরায় না হয়। আজ আমাদের কোনো মানসিক চাপ ছিল না। আমরা ছোট ছোট ভুল করেছি। পাশাপাশি এ টুর্নামেন্ট থেকে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com