লোকালয় ২৪

এরশাদ সুস্থ আছেন এব সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই: জাপা মহাসচিব

এরশাদ সুস্থ আছেন এব সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই: জাপা মহাসচিব

লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন এবং চিকিৎসার জন্য তার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

২৮ নভেম্বর, বুধবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল আমিন এসব কথা জানান।

রুহুল আমিন বলেন, ‘আমাদের চেয়ারম্যান এইচএম এরশাদ এখন ভালো ও সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।’

হাওলাদার বলেন, ‘দু’একদিনের মধ্যে এরশাদ বাসায় ফিরে যেতে পারবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, তবে এখন তিনি সেখানে যাচ্ছেন না।’

এর আগে গতকাল মঙ্গলবার সকালে ‘অসুস্থতা’ অনুভব করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাঁটুতে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানান তার প্রেসসচিব সুনীল শুভ রায়।

সুনীল শুভ রায় বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের চেয়ারম্যানকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন সংসদ নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না। তাই তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।’