লোকালয় ২৪

‘এরশাদের মুখে নল দেখে খারাপ লেগেছে’

‘এরশাদের মুখে নল দেখে খারাপ লেগেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে ঘুমাচ্ছিলেন। ওনার মুখের ভেতরে নল দেখে আমার খুব খারাপ লেগেছে। তার এ অবস্থা সহ্য করার মত না। ’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর বনানী অফিসে রোববার দুপুরে সিএমএইচে চিকিৎসাধীর বড় ভাই এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে আমি সিএমএইচে গিয়েছিলাম। তখন মনে হচ্ছিল অনেকদিন পর তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন।’

জিএম কাদের বলেন, ‘সাবেক রাষ্ট্রপতিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।সকালে যখন দেখেছি তখন ওনার ডায়ালাইসিস চলছিল, হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে। এই মেশিনটি সম্ভবত বাংলাদেশে শুধু সিএমএইচেই রয়েছে।’

‘যান্ত্রিক উপায়ে শারীরিক কিছু উন্নতি হলেও তার সার্বিক অবস্থা আগের মতই। টোটালি একে উন্নতি বলা যাচ্ছে না। বরং চিকিৎসকরা জানিয়েছেন এরশাদের অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত নয়’, বলেন জাপার এই শীর্ষস্থানীয় নেতা।

পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) মোঃ খালেদ আখতার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজাহার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, আমির উদ্দিন আহমেদ ডালু, সম্পাদক মণ্ডলী ইসাহাক ভূঁইয়া, মোঃ জসীম উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, মোঃ বেলাল হোসেন, এম.এ. রাজ্জাক খান, সুমন আশরাফ, মো. মহিবুল্লাহ, আব্দুল বাতেন, মাসুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু তৈয়ব, আনোয়ার হোসেন তোতা এ সময় উপস্থিত ছিলেন।