লোকালয় ২৪

এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

ঢাকা- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় এই লুটের ঘটনা ঘটেছে।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘কার্যালয়ের ব্যাক্তিগত কর্মকর্তার রুমে থাকা সিন্দুক ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া আরো তিনটি রুমের তালা ভাঙা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘গতকালই এই টাকা ব্যাংক থেকে তুলে আনা হয়েছিল। এ টাকায় স্টাফদের বেতন ও এরশাদের রংপুরের বাড়ি তৈরির কাজে খরচ করা হতো।’

ব্যক্তিগত সম্পদ লুট এবং সই জাল হওয়ার আশঙ্কা থেকে বনানী থানায় সাধারণ ডায়েরির (জিডি) ছয় দিনের মাথায় এ ঘটনা ঘটল।

এর আগে বনানী থানায় গত বুধবার (২৪ এপ্রিল) সাধারণ ডায়েরি (জিডি) করেন এরশাদ। জিডিতে অভিযোগ করা হয়েছে, তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাঠ, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।

জানতে চাইলে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমরা এসেছি। ভবনের সামনের গেটের তালা ঠিক আছে। তবে ভেতরের তালা ভাঙা। দু’জন গার্ড থাকে ভবনে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’

তবে জাতীয় পার্টি থেকে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি, তারা ফোনে জানিয়েছে বলে জানিয়েছেন তিনি।