স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে যুবলীগ হবিগঞ্জ জেলা, পৌর, সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংসদ সদস্যের বাসভবনে এসে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তারা এই শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, শাহ মোঃ আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, ডাঃ পিন্টু আচার্য্য, রুহুল আমীন সিজিল, ধ্রব জ্যোতি দাশ টিটু, নিজাম উদ্দিন শরীফ জনি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মোঃ আলম মিয়া, ফারুক মিয়া, সবুজ আহমেদ, শান্তনু দাশ অলক, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টিএম আফজাল, জুনায়েদ আহমেদসহ শতাধিক যুবলীগ নেতৃবৃন্দ।