লোকালয় ডেস্কঃ বলিউডের কোনো ছবি আলোচনায় আসবে, আর তা নিয়ে ঝামেলা হবে না—এমনটা হতেই পারে না। বড় বাজেটের যত ছবি আছে, সেগুলোতে ঝক্কি আরও বেশি। এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সঞ্জু’ সেই তালিকা থেকে বাদ যাবে কেন? সম্প্রতি এক ব্যক্তি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) প্রধান প্রসূন যোশি বরাবর এই ছবির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ছবিটি নিয়ে আলোচনা কম হয়নি, এটিই শুধু বাকি ছিল।
গত সোমবার প্রসূন যোশি ও ‘সঞ্জু’ ছবির অভিনেতা রণবীর কাপুরকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন অ্যাকটিভিস্ট পৃথ্বী। তিনি এই চিঠিতে লিখেছেন, ‘ছবির ট্রেলারে একটি দৃশ্যে দেখা যায় সঞ্জয় দত্ত (রণবীর কাপুর) জেলের এমন একটি সেলে বন্দী, যেখানে টয়লেটের ময়লা উপচে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে সরকার ও কারা কর্তৃপক্ষ প্রতিটি সেলের অনেক যত্ন নেয়।’ এর সঙ্গে তিনি যুক্ত করেন, ‘এই ছবিতে যে দৃশ্য দেখানো হয়েছে, এ রকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। এর আগে সন্ত্রাসীদের নিয়ে ভারতে অনেক ছবি মুক্তি পেয়েছে। সেসব ছবিতেও জেলের দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু এ অবস্থা কোথাও চিত্রায়িত হয়নি।’
পৃথ্বী আরও বলেন, ‘দৃশ্যটি ভারতের কারাগার আর কারা কর্তৃপক্ষের সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করবে। চিঠির শেষে তিনি স্পষ্ট জানান, সেন্সর বোর্ড যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে মাননীয় আদালতে গিয়ে এই ছবির মুক্তি স্থগিত করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
গত ৩০ মে ‘সঞ্জু’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা প্রশংসিত হচ্ছে। এমনকি যে দৃশ্য নিয়ে অভিযোগ উঠেছে, তারও প্রশংসা করেছেন সবাই। পরিচালক রাজকুমার হিরানি ও সহপ্রযোজক বিধু বিনোদ চোপড়া দৃশ্যটি যথাসম্ভব বাস্তবসম্মত করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বলিউড তারকা সঞ্জয় দত্তের এই বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। এখানে সঞ্জয়ের জীবনের প্রেম, মা-বাবার সঙ্গে তাঁর সম্পর্ক, মাদকাসক্তি, কয়েদিজীবন ও ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার উল্লেখ আছে। ছবিতে রণবীর কাপুর ছাড়া আরও আছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, আনুশকা শর্মা, সোনম কাপুর, কারিশমা তান্না, ভিকি কুশলসহ অনেকে।
পরিচালক হিরানি এই ছবির টিজার মুক্তির পর ভারতের একটি ট্যাবলয়েডকে বলেন, প্রথমে ছবির নাম ‘দত্ত’ রাখতে চাইলেও পরে সেটি তাঁর নিজের কাছেই কেমন যেন খটমট শোনায়। সঞ্জয়ের ঘটনাবহুল জীবনকে পূর্ণদৈর্ঘ্য ছবিতে চিত্রায়িত করা ছিল চ্যালেঞ্জ। তবে একপর্যায়ে ছবির নাম কী হবে, এই ভাবনা তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। ওই সময় টিমের সদস্যরা বিভিন্ন নাম প্রস্তাব করেন। ‘ম্যায় অ্যায়সা হি হু’ রাখার কথাও বলেছিলেন কেউ কেউ। প্রস্তাব এসেছিল ‘সঞ্জু বাবা’ রাখার। কিন্তু প্রযোজক বিধু বিনোদ চোপড়া আর পরিচালক হিরানি চেয়েছিলেন এমন একটি নাম রাখতে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তাই এই বায়োপিকের নাম ‘সঞ্জু’। সঞ্জয়ের বলিউডের বন্ধুরা তাঁকে এই নামে ডাকেন।
হিরানি আরও বলেন, ‘অন্য বায়োপিকের মতো আমরা এই ছবি একপেশে করতে চাইনি। এখানে সঞ্জয়ের ভালো-মন্দ, চড়াই-উতরাইসহ জীবনের সব অধ্যায়ের গল্প আছে।’
মজার ব্যাপার হলো, সব ছবির ক্ষেত্রে দেখা যায়, তারকার কাছে গিয়ে ছবির গল্প শোনান পরিচালক। আর ‘সঞ্জু’র ক্ষেত্রে হয়েছে উল্টো। এই বায়োপিক তৈরির জন্য হিরানি গিয়েছিলেন সঞ্জয়ের কাছে, তাঁর জীবনের গল্প শুনতে। আর সঞ্জয়ও তাঁর জীবনের প্রতিটি পাতা মেলে ধরেন পরিচালকের কাছে। সব শেষে সঞ্জয় দত্ত তাঁকে বললেন, ‘এ-ই হলো আমার জীবন। এখন এটাকে তোমরা কীভাবে দেখাতে চাও, দেখাও।’
নানা কারণে বিতর্কিত হওয়ার পরও একমাত্র সঞ্জয় দত্তই এমন কথা বলার সাহস দেখাতে পারেন। তাঁর এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা আগামী ২৯ জুন।
Leave a Reply