এবার যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুমিছিল, আরও ১৪৯৭ জনের মৃত্যু

এবার যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুমিছিল, আরও ১৪৯৭ জনের মৃত্যু

lokaloy24.com

লোকালয় ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৪৯৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়লো।

দেশটির নিউ ইয়র্কে করোনার প্রকোপ সবচেয়ে ভয়াবহ। এই শহরটিতেই এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৬২৪ জন। এছাড়া নতুন করে দেশটিতে ৩৩ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ছাড়াল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, দুর্ভাগ্যবশত আরও বহু সংখ্যক মৃত্যু হবে । তিনি আরও বলেছেন, সম্ভবত এটি সবচেয়ে কঠিন সপ্তাহ হবে, এই সপ্তাহ এবং পরের সপ্তাহ। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি জনের। প্রতিক্ষণে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com