এবার আফগানিস্তানে গিয়ে ভারত-পাকিস্তান-ইরান যুদ্ধ করুক: ট্রাম্প

এবার আফগানিস্তানে গিয়ে ভারত-পাকিস্তান-ইরান যুদ্ধ করুক: ট্রাম্প

এবার আফগানিস্তানে গিয়ে ভারত-পাকিস্তান-ইরান যুদ্ধ করুক: ট্রাম্প
এবার আফগানিস্তানে গিয়ে ভারত-পাকিস্তান-ইরান যুদ্ধ করুক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক- ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক কিংবা রাশিয়ার মতো দেশকে আফগানিস্তানে গিয়ে ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ যুদ্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।

বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আফগানিস্তানে সন্ত্রাস দমনে অন্য দেশগুলো তেমন একটা পদক্ষেপ নেয়নি। শুধু যুক্তরাষ্ট্র সেটি করছে।

‘আমরা শতভাগ সন্ত্রাস নির্মূল করেছি, সেটা করেছি রেকর্ড সময়ে,’ দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা কি সেখানে আরও ১৯ বছর থাকতে পারি? একটা সময়ে এইসব দেশকে আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করতে হবে।’

আফগানিস্তান থেকে আমেরিকা তাদের সব সৈন্য সরাবে না, এমন ঘোষণার একদিন বাদে অন্য দেশগুলোকে উদ্দেশ্যে করে এই কথা বললেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব ৭০০ মাইল। অথচ ভারত এবং পাকিস্তান তাদের দরজার কাছে।’

‘দেখুন ভারত সেখানে আছে। তারা কিন্তু যুদ্ধ করছে না। করছি আমরা। পাকিস্তান তো একদম কাছে, তারা করছে অল্প পরিসরে। খুব, খুব অল্প। এটা ঠিক না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com