লোকালয় ডেস্কঃ নড়াইল-২ আসনে সদ্য জয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘নির্বাচনে জয়লাভ করতে পেরে বেশ ভালো লাগছে। সবার কাছে যেতে পারছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা নিঃসন্দেহে আমার জীবনের চরম পাওয়া।’
সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে জয়লাভের পর সাংবাদিকদের দেওয়া এক সংবাদ সম্মেল তিনি এসব কথা বলেন।
মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘খেলার মাঠ ও রাজনীতির মাঠের মধ্যে কোনও পার্থক্য দেখতে চাই না। খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে আমি কোনও গ্রুপিংয়ে বিশ্বাস করি না।’
মাশরাফি আরও বলেন, ‘কৃষিনির্ভর নড়াইলকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট ও তরুণ সমাজের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। নদীভাঙন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সব ধরনের সহযোগিতা করবো।’
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের পদক্ষেপ নেবো। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।’
সামনের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলার ব্যাপারে কোনও ছাড় নয় বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন নড়াইল এক্সপ্রেসখ্যাত টাইগার দলপতি মাশরাফি।
Leave a Reply