লোকালয় ২৪

এটা আমার জন্য দ্বিতীয় জীবন: অর্থমন্ত্রী

এটা আমার জন্য দ্বিতীয় জীবন: অর্থমন্ত্রী

ঢাকা- ১৯৬৮ সালে মাস্টার্স পাস করেছেন জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বয়স অনেক হয়েছে। আমাকে কেউ কাবু করতে পারেনি। একমাত্র ডেঙ্গু আমাকে কাবু করেছে।’

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘হয়তো এটা আমার জন্য দ্বিতীয় জীবন। বাজেটের ২ দিন আগে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বাজেট উপস্থাপন করতে পারেনি। বাজেট উপস্থাপনের সময় সাত মিনিট আমার কোনো জ্ঞান ছিলো বলে আমি মনে করি না। সাত মিনিট আমার কিভাবে কেটেছে আমি জানি না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে নিজের বয়সের তুলনা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম আরেফিন সিদ্দিক সাহেব আমার থেকে বড়। কিন্তু আমি ওনার থেকে অনেক বড়। বয়সের দিক থেকে আমি বড়। কারণ উনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আর আমি ১৯৬৮ সালে মাস্টার্স শেষ করেছি। বয়স অনেক হয়েছে। কেউ আমাকে কাবু করতে পারেনি। একমাত্র ডেঙ্গু আমাকে কাবু করেছে।

জাতির পিতাকে অন্তরে ধারণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আসুন আমরা জাতির পিতাকে অন্তরে ধারণ করি। তিনি একটি নাম যার নাম বাংলাদেশ।তিনি একটি পতাকার নাম লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু আমাদের মাঝে ছিলেন আছেন এবং থাকবেন। যারা ভেবেছিলেন বঙ্গবন্ধুকে শেষ করে দিতে পারলেই তাকে হৃদয় থেকে মুছে ফেলা যাবে তারা কিন্তু ভুল করেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরও অনেক কিছু করে যেতে পারতেন। এই পৃথিবী যতোদিন থাকবে, এই ধরিত্রী যতোদিন থাকবে তথা আমাদের আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে ততদিন স্মরণ করবে।’