লোকালয় ২৪

এক মাসের দোকান ভাড়া মওকুফ করলেন হবিগঞ্জেরে এক মার্কেট মালিক

lokaloy24.com

মোঃ সনজব আলীঃ  প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশব্যাপী অঘোষিত ‘লকডাউন’ চলছে। এতে করে অস্বাভাবিক হয়ে পড়েছে মানুষের কর্ম ব্যস্ততা। আর তাই সংসার চালানোর চিন্তার চেয়েও কপালে অধিক চিন্তার ভাজ পড়েছে দোকান ভাড়া নিয়ে। আর ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবার এক মাসের দোকান ভাড়া মওকুফ করলেন হবিগঞ্জেরে এক মার্কেট মালিক। হবিগঞ্জের পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলাল মহসিন শপিং সেন্টার মার্কেটের সম্পূর্ণ ভাড়া এক মাসের জন্য মওকুফ করে দিয়েছেন মার্কেটের মালিক ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়- মহসিন শপিং মার্কেটে দোকান ঘর রয়েছে।  ব্যবসায়ীদের লোকসানের কথা চিন্তা করে সোমবার (২২ জুন ) সবগুলো দোকানের ভাড়াে এক মাসের জন্য মওকুফ ঘোষণা করা হয়। দোকান ভাড়া মওকুফের ঘোষণায় খুশি ব্যবসায়ীরাও। এ ব্যাপারে ওই মার্কেটের ব্যবসায়ী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সিমিত আখারে ব্যাবসা হচ্ছে, যার ফলে আমাদের বিরাট অংকের টাকার লোকসান হচ্ছে। এ অবস্থায় দোকানের ভাড়া নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু মার্কেটের মালিক এক মাসের ভাড়া মওকুফের ঘোষণা দেয়ায় আমরা অনেকটা স্বস্তিতে আছি।’ মহসিন শপিং মার্কেটের মালিক আলাল মহসিন সালেক মহসিন মানিক বলেন- ‘মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে হলে আমাদেরকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এক মাসের ভাড়া না নিলে তেমন সমস্যা হবে না। কিন্তু দোকান-পাঠে সিমিত আখারে ব্যাবসা হচ্ছে। এমতাবস্তায় দোকানের ফুল ভাড়া নিলে ব্যবসায়ীদের অনেক সমস্যা হবে। সেই কথা মাথায় রেখে আমি এক মাসের ভাড়া নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’