লোকালয় ২৪

এক বোতল হুইস্কির দাম ৯ কোটি টাকা!

এক বোতল হুইস্কির দাম ৯ কোটি টাকা!

লোকালয় ডেস্কঃ এক বোতল হুইস্কি নিলামে বিক্রি হয়েছে ১.১ মিলিয়ন ডলারে। বাংলাদেশি টাকায় যা ৯ কোটি ২২ লাখ টাকার বেশি। শুধু দামে নয়, স্বাদে-গন্ধেও এই হুইস্কির খ্যাতি বিশ্বজোড়া।

সম্প্রতি স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে নিলামে ৭৫০ মিলিলিটারের ওই এক বোতল দুর্লভ হুইস্কি বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হুইস্কির বোতলটি এত দাম দিয়ে কে কিনেছেন, তা জানানো হয়নি। তবে রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, এশিয়ার এক ব্যক্তি নিলামে কিনেছেন এটি।

প্রতিবেদন থেকে জানা গেছে, এ স্কচ হুইস্কি যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস বিক্রি করেছে। এর নাম ‘ম্যাকালান ফাইন অ্যান্ড রেয়ার হুইস্কি ১৯২৬’। এটি ৬০ বছরের পুরনো হুইস্কি।

চলতি বছরের মে মাসে এই একই ব্র্যান্ডের একটি হুইস্কির বোতল বিক্রি হয় ৮ কোটি ৮৫ লাখ টাকায়।

এডনবার্গে বোনহ্যামসের হুইস্কি বিশেষজ্ঞ মার্টিন গ্রিন বলেন, ‘নতুন এই বিশ্বরেকর্ডটি করতে পারা আমাদের জন্য খুব সম্মানের একটি ব্যাপার।’

এই হুইস্কি বিক্রির মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি তিনটি মদের বোতল নিলামে তুলে বিক্রি করার রেকর্ড করল বোনহ্যামস।

এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানি বাজারে একটি বিশেষ পানির বোতল নিয়ে এসেছিল। যার এক বোতল পানির দাম বাংলাদেশি টাকায় ৮৫ লাখ টাকারও বেশি।