লোকালয় ২৪

একুশে ফেব্রুয়ারির ফুল

সোহেল রানা এক বিঘা জমিতে চাষ করেছেন গ্লাডিওলাস।

বসন্তের শুরু থেকে বেড়ে যায় ফুলের চাহিদা। পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি—এই দিনগুলো ফুল ছাড়া পরিপূর্ণতা পায় না যেন। তবে ফুলের চাহিদা সবচেয়ে বেশি জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এই দিনে লাখ লাখ মানুষ স্থানীয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে বলেই ফুলের এত চাহিদা। দেশি-বিদেশি অনেক ফুলই এখন দেশে চাষ হচ্ছে। রাজশাহীর পবা হরিপুরে সোহেল রানা চাষ করছেন গ্লাডিওলাস ফুল। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোহেল এখন ব্যস্ত সময় পার করছেন। ছবিগুলো মঙ্গলবারের।