একুশে পদক পাচ্ছেন ২১ জন

একুশে পদক পাচ্ছেন ২১ জন

একুশে পদক পাচ্ছেন ২১ জন
একুশে পদক পাচ্ছেন ২১ জন

লোকালয় ডেস্কঃ সাহিত্য, সংস্কৃতি, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর ২১ জনকে একুশে পদক দেওয়া হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, অধ্যাপক মনোয়ারা ইসলাম, শিল্পকলা (সংগীতে) সুবীর নন্দী, আজম খান (মরনোত্তর), খায়রুল আনাম শাকিল, অভিনয়ে লাকী ইনাম, সুবর্না মুস্তাফা, লিয়াকত আলী লাকী, আলোকচিত্রে সাইদা খানম, চারুকলায় জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধে ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুকুল হক, শিক্ষায় ড. প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

পদক প্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননা পত্র এবং একটি রেপ্লিকা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com