লোকালয় ২৪

একদিনে তিন লটারী!

একদিনে তিন লটারী!

লোকালয় ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা রবার্ট স্টুয়ার্ট। কয়েক মাস আগে তিনি জ্যাকপট স্ক্র্যাচ কার্ড লটারিতে অংশ নিয়েছিলেন। রবার্ট ওই লটারিতে ৫০ লাখ ডলার জিতে যান। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ কোটি টাকা।

রবার্ট স্টুয়ার্টকে ভাগ্যবান বললেও কম বলা হবে। কারণ প্রথমবার লটারি জেতার পর সেই খুশিতে স্থানীয় দোকান থেকে একইদিন আরও দুটি লটারির কার্ড কেনেন তিনি। সেই দুই লটারি কার্ডে আবারও জিতে যান লটারি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরের দুই লটারির পুরস্কারের অংকটা বেশি বড় ছিল না। একটিতে জিতেন ৫০০ ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ হাজার টাকা। অপরটিতে ১০০ ডলার। বাংলাদেশি টাকায় যা ৮ হাজার টাকার মতো।

চলতি মাসে নিউ জার্সির ওই লটারি সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবার্ট গত ২ আগস্ট এই লটারি জিতেছিলেন। এরপরই রবার্ট স্টুয়ার্টের লটারি জয়ের খবর সবার সামনে আসে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগেও এমন লটারি জয়ের নজির রয়েছে রবার্টের। যার মধ্যে ২৫০০ ডলারের একটি লটারিও ছিল।

রবার্ট স্টুয়ার্ট পরিকল্পনা লটারিতে যেই টাকা জিতেছেন, তা পরিবার ও বন্ধুদের সাহায্যে খরচ করতে চান।