এই প্রথম সুন্দরবনে বাঘের সংখ্যা এতো বাড়ল

এই প্রথম সুন্দরবনে বাঘের সংখ্যা এতো বাড়ল

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনাভাইরাসে পুরো পৃথিবী স্থবির হয়ে গেছে। তবে এর মধ্যেই প্রকৃতি একের পর এক আশা জাগানিয়া সংবাদ দিচ্ছে। এবার জানা গেল, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ এ বনে বাঘের সংখ্যা ৮টি বেড়ে দাঁড়িয়েছে ৯৬টিতে। তবে এই বাঘ বেড়েছে সুন্দরবনের ভারতীয় অংশে।

সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার পরিসংখ্যান থেকে এ তথ্য জানিয়েছে দেশটির বন দফতর। একসঙ্গে আটটি বাঘ বৃদ্ধির ঘটনা সুন্দরবনের ভারতীয় অংশে এই প্রথম। এর আগে এক বছরে সাতটি বাঘ বেড়েছিল।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এর সহায়তায় গত বছর সুন্দরবনের ৫৭৮টি ক্যামেরা বসিয়ে বাঘ গণনা শুরু করে ভারতের বন দফতর এবং ব্যাঘ্র প্রকল্প। সর্বশেষ পরিসংখ্যানে দেশটির সুন্দরবন অংশে বাঘের সংখ্যা ছিল ৮৮টি। বর্তমানে ৯৬টির মধ্যে বাঘের সংখ্যা ২৩, বাঘিনি ৪৩ ও বাকিগুলো শাবক।

এদিকে সুন্দরবনের বাংলাদেশ অংশের সর্বশেষ পরিসংখ্যানেও বেড়েছিল আটটি বাঘ। ২০১৮ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। যা ২০১৭ সালে ছিল ১০৬টি। ২০১৯ সালের ২২ মে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের বন বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com