লোকালয় ২৪

এই গ্রামে পুরুষদের দু‘বার বিয়ে করতেই হবে!

এই গ্রামে পুরুষদের দু‘বার বিয়ে করতেই হবে!

চিত্র বিচিত্র ডেস্ক- একই ভারতের মধ্যে যে লুকিয়ে আছে কত ভারত তার ইয়ত্তা নেই। একদিকে হাইটেক শহর। অন্যদিকে দেশেরই এক প্রত্যন্ত গ্রামে প্রচলিত নিয়ম হল, সেখানে পুরুষদের দু‘বার বিয়ে করতেই হবে। গত কয়েক প্রজন্ম ধরে চলে আসেছে, পালিত হয়ে আসছে এই রীতি। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বারমেড় জেলায় সেই রাজপুত গ্রামের নাম দেরাসর।

সংখ্যালঘু প্রধান গ্রামটিতে অন্তত ৭০ টি পরিবার আছে। মোট বাসিন্দা ৬০০-র বেশি। কবে থেকে এই পরম্পরা শুরু হয়েছে, জানা নেই। কিন্তু প্রতিটি পরিবার বাধ্য করে ছেলেদের দ্বিতীয়বার বিয়ে করতে। ইচ্ছে না থাকলেও রেওয়াজ রক্ষার চাপে দ্বিতীয়বার ছাদনাতলায় যেতেই হয়।এই রীতির উত্‍পত্তি নাকি সন্তানহীনতা থেকে। কোনও এক সময়ে গ্রামে জন্মের হার কমে গিয়েছিল। বিয়ের পরে দীর্ঘ অপেক্ষার পরেও ঘরে আসছিল না সন্তান। শেষে দ্বিতীয় বিয়ে হতেই সন্তানলাভ। এমন হয়ে দাঁড়াল, ঘরে ঘরে দ্বিতীয় বিয়ের ধুম পড়ে গেল।কেন এমন হল, ব্যাখ্যা দিতে পারেননি গ্রামবাসীরা। তবে এখনও নাকি গ্রামের পুরুষরা পিতৃত্বের স্বাদ পায় সংসারে দ্বিতীয় স্ত্রী পদার্পণের পরেই।