লোকালয় ২৪

এআর চশমা আনতে পারে স্যামসাং

এআর চশমা আনতে পারে স্যামসাং

অগমেন্টেড রিয়ালিটি (এআর) চশমা তৈরির কথা ভাবছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। অন্তত প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পেটেন্ট আবেদন সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে এ ধরনের একটি চশমার পেটেন্ট আবেদন জমা দিয়েছে স্যামসাং।

এই চশমার ডিজাইনটি দেখতে আর দশটা সাধারণ চশমার মতোই। তবে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বসানোর জন্য ফ্রেমগুলোকে খানিকটা মোটা রাখা হয়েছে। বর্তমান ডিজাইনে দেখা গেছে, চশমাটির ভাঁজ খুললে এটি অন হবে। অন হওয়ার পর পরিহিতের চোখের সামনে ছোট একটি মনিটরে বিভিন্ন ছবি দেখাতে পারবে চশমার মধ্যে থাকা প্রজেক্টর।

এনগেজেট জানিয়েছে, অগমেন্টেড রিয়ালিটি চশমার বিষয়টি এখনও পেটেন্ট আবেদনের পর্যায়ে রয়েছে। আদৌ স্যামসাং এ ধরনের কোনেও প্রযুক্তি পণ্য আনবে কিনা বা আনলেও তাতে কোন ধরনের ইলেকট্রনিক্স উপাদান ব্যবহার করা হবে, সে বিষয়গুলো এখনও অজানা।