লোকালয় ২৪

উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র আতঙ্কে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে এ ব্যাপারে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।

খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের ধারণা সানুমডং-এর বিশাল গবেষণাগারে এক বা একাধিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে উত্তর কোরিয়া। গোয়েন্দা উপগ্রহের চিত্রে এমন দৃশ্য দেখে গেছে।

এটি তরল জ্বালানি ভিত্তিক আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হতে পারে। এ পাল্লা দেশটির আগের তৈরি ক্ষেপণাস্ত্রের মতোই যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে আরো বলা হয়, এর আগে উপগ্রহ চিত্রে সোহায়ে স্থাপনা বন্ধের যে চিত্র দেখা গেছে, তা অনেকটাই লোক দেখানো হতে পারে।

উত্তর কোরিয়া গোপন স্থাপনায় পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছিল মার্কিন গোয়েন্দারা। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে বলে খবর দিয়েছিল এনবিসি নিউজ।

উল্লেখ্য, পরমাণু কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা নিয়ে গত ১২ জুন সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, উত্তর কোরিয়া এখন আর যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়।