নিজস্ব প্রতিবেদক:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। কুমিল্লা রিজিওনাল হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ফেনীগামী একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামমুখী মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং চারজন আহত হন।
ট্রাকটি উল্টোপথে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। খবর: ইউএনবি।
Leave a Reply