উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান

উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান

অর্থনীতি ডেস্ক: সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ৯১টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৮০ কোটি ৭৬ লাখ টাকা।

সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৮টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

কেডিএস এক্সেসোরিজ
পুুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কেডিএস এক্সেসোরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

স্পট মার্কেটের খবর
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স ও সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com