সংবাদ শিরোনাম :
উন্নয়ন প্রকল্পের কাজের মান ও নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের কাজের মান ও নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের কাজের মান ও নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়ন প্রকল্পের কাজের মান ও নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা- উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক এ নির্দেশ দেন তিনি। বঙ্গবন্ধুকন্যা জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য।

শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে শুরু হওয়া একনেক বৈঠকে সভায় ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে বলে জানা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রথম একনেক বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, তবে অবশ্যই কাজের মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজে নজরদারীও বাড়াতে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। আর এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হতে হবে। এভাবেই উন্নয়নের পথে যাবো। ঊন্নয়নশীল এর মর্যাদা পেয়েছি। উন্নত দেশের কাতারে যেতে হবে।’

জনগণ যে গুরু দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাসের সম্মান রাখবেন জানিয়ে শেখ হাসিনা বলেন, তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা উন্নয়নের সুফল পায় সেটি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com