ঈদে হানিফ সংকেতের নাটক

ঈদে হানিফ সংকেতের নাটক

দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা হানিফ সংকেত।  প্রতি রোজার ঈদে নির্মিত ইত্যাদি দর্শকদের বাড়তি আনন্দ দেয়।  ঈদুল আজহায় তিনি অন্তত একটি নাটক উপহার দেন।  তার নাটকের গল্পটাও থাকে একটু ভিন্ন ধাচের।  সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন নন্দিত এই নির্মাতা।

জীবনধর্মী হওয়ায় তার প্রতিটি সৃষ্টি দর্শকপ্রিয়তা পায়।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও হানিফ সংকেত নির্মাণ করেছেন বিশেষ নাটক।  তার এবারের নাটকের নাম ‘যুগের হুজুগে’।  প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

বরাবরের মত এবারও তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর নাটক।  আজকালকার নায়ক-নায়িকা নির্ভর নাটকের ভিড়ে হানিফ সংকেতের নাটক পরিবারকেন্দ্রিক হয় বলে সব শ্রেণি পেশার দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হয়।

একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

নাটকটে কেন্দ্রীয় চরিত্রে মীর সাব্বির ও সারিকা সাবরিন।  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিনয় ভদ্রসহ আরও অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com