ঈদের আগে মহাসড়কে ট্রাক-লরি চলবে না: কাদের

ঈদের আগে মহাসড়কে ট্রাক-লরি চলবে না: কাদের

ঈদের আগে মহাসড়কে ট্রাক-লরি চলবে না: কাদের
ঈদের আগে মহাসড়কে ট্রাক-লরি চলবে না: কাদের

লোকালয় ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলা নিষেধ। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধ বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে যাতায়াতকারী যাত্রীদের নির্বিঘ্নে ঈদে বাড়ীতে ফেরা প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব প্রকৌশলীদের দেওয়া হয়েছে। ‘বর্ষাকালে বৃষ্টি হবেই। কিন্তু বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক মেরামত কাজ সঠিকভাবে হবে না এইটা আমি শুনবো না।’

এছাড়া ঈদে মহাসড়কে যানজট ও যাত্রীদের ভোগান্তি রোধে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ঘরমুখো মানুষের নিরাপত্তা বিধানে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com