লোকালয় ২৪

‘ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া কিছু আনা যাবে না’

‘ঈদগাহে জায়নামাজ-ছাতা ছাড়া কিছু আনা যাবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া আর কিছু সঙ্গে আনা যাবে না। বৃষ্টি হলে সঙ্গে ছাতা আনা যাবে। তল্লাশির পর ঈদগাহে প্রবেশ করতে হবে।

শনিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

দাহ্য পদার্থ, ব্যাগ, ছুরি, দিয়াশলাই নিয়ে ঈদগাহে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদের জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, সোয়াট, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকছে। নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল গনি রোড, মৎস্য ভবন ও আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এখান দিয়ে পায়ে হেঁটে আসতে হবে মুসল্লিদের। পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে।