লোকালয় ২৪

ইসির সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন ড. কামাল হোসেন

ইসির সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক : সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক বর্জন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নেতারা জানান, তারা বৈঠক বর্জন করেছেন। এর আগে বৈঠকে ক্ষুব্ধ হয়ে বৈঠক থেকে বেরিয়ে চলে যান ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিইসি অশোভন আচরণ করেছেন।’

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘সিইসি ভদ্র আচরণ করেননি। আমরা পুলিশের দ্বারা নির্যাতিত হওয়ার কথা জানালে তিনি কোনো সহানুভূতি না জানিয়ে হঠাৎ করেই পুলিশের পক্ষে অবস্থান নেন। তাই আমরা বৈঠক থেকে চলে এসেছি।

সংবাদ সম্মেলনের পর জাফরুল্লাহ চৌধুরী বৈঠকের বর্ণনা দিয়ে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তার বক্তব্যে সিইসির উদ্দেশ্যে বলেন, সিইসি বর্তমানে প্রধান বিচারপতির চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। আপনি (সিইসি) ইচ্ছা করলে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন। পুলিশ আমাদের মিটিং মিছিল কিছুই করতে দিচ্ছে না। এমনকি বেলা দু্ইটার পর মাইক ব্যবহারের জন্য আমাদের নির্দেশ দিয়েছে।