সংবাদ শিরোনাম :
‘ইসরায়েলকে দেখিয়ে দিতে হবে, বিশ্ব মানবতার মৃত্যু হয়নি’

‘ইসরায়েলকে দেখিয়ে দিতে হবে, বিশ্ব মানবতার মৃত্যু হয়নি’

‘ইসরায়েলকে দেখিয়ে দিতে হবে, বিশ্ব মানবতার মৃত্যু হয়নি’
‘ইসরায়েলকে দেখিয়ে দিতে হবে, বিশ্ব মানবতার মৃত্যু হয়নি’

লোকালয় ডেস্কঃ ইসরায়েলকে মোকাবিলায় মুসলিম দেশের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে দেখিয়ে দিতে হবে, বিশ্ব মানবতার মৃত্যু হয়নি।

স্থানীয় সময় ১৮ মে, শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে এরদোয়ান এ মন্তব্য করেন।

গাজা উপত্যকায় সোমবারের বিক্ষোভে কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এরদোয়ান জরুরি এই বৈঠকের আহ্বান করেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে। দেশটির এ নৃশংতায় ইতোমধ্যে বিশ্বে নিন্দার ঝড় উঠেছে, বিক্ষোভ ছড়িয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে।

ইসরায়েলের এ ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে দেখিয়ে দিতে হবে যে, বিশ্ব মানবতার মৃত্যু হয়নি।’

ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়েছেন এক নারী বিক্ষোভকারী। তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন আরও কয়েকজন নারী। সঙ্গে রয়েছেন তিন নারী স্বেচ্ছাসেবী। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি নারীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ছবি: সংগৃহীত

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যায়িত করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিকে অবশ্যই ঠেকাতে হবে।’

তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে দখলকৃত গাজা সীমান্ত এলাকায় গত সোমবার বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে ইসরায়েলের সেনাদের নির্বিচার গুলি-টিয়ারশেলে নারী-শিশু-প্রতিবন্ধীসহ কয়েক হাজার ফিলিস্তিনি হতাহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com