সংবাদ শিরোনাম :
ইসরাইলের নোংরা দিক প্রকাশ্যে আনলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির

ইসরাইলের নোংরা দিক প্রকাশ্যে আনলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির

ইসরাইলের নোংরা দিক প্রকাশ্যে আনলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির
ইসরাইলের নোংরা দিক প্রকাশ্যে আনলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল অন্যদের চেয়ে বেশি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বলে মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

বুধবার লাংকায়ি ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশনে (এলআইএমএ) তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন। এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটাই ইসরাইলের ধরন। তারা অন্যদের চেয়ে বেশি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান এই ধরনের হামলার প্রতিবাদ করা উচিত।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে সহিংসতার মাধ্যমে এই অঞ্চলের সমস্যার সমাধান হবে না। গাজা উপত্যকা থেকে তেলআবিবের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় সাত ইসরাইলি আহত হয়েছে দাবি করে ইসরাইল সোমবার গাজায় বিমান হামলা শুরু করে। এদিকে সোমবার গোলান উপত্যকায় ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউজ সফরের পর এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেন ট্রাম্প।

এদিন অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা করা হয়েছে উল্লেখ করে ইসরাইলের প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করেন। তবে ইসরাইলে রকেট হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে গাজাভিত্তিক সংগঠন হামাসের পক্ষ থেকে।

উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি উপত্যকার অধিকাংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এখানে নিজেদের শাসন ও আইন বলবৎ করে। তবে আন্তর্জাতিক স¤প্রদায় কখনও গোলান উপত্যকায় ইসরাইলের সার্বভৌমত্ব স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com