ইশ, মাশরাফি ভাই যদি থাকতেন, ভক্তের আহাজারি!

ইশ, মাশরাফি ভাই যদি থাকতেন, ভক্তের আহাজারি!

ইশ, মাশরাফি ভাই যদি থাকতেন, ভক্তের আহাজারি!
ইশ, মাশরাফি ভাই যদি থাকতেন, ভক্তের আহাজারি!

লোকালয় ডেস্কঃ আবু জায়েদ রাহীর এক-একটি বল মিস টাইমিং হচ্ছে, আর গ্যালারিতে ভেসে উঠছে হতাশা ভরা মুখ। কেউ মাথায় হাত দিচ্ছেন তো, কেউ ‘উফ’, ‘ইশ’ শব্দে ভারি করছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাতাস। ঘরের ছেলে কখন উইকেট পাবেন, সেই অঙ্ক মেলাতে থাকেন দর্শকরা। লাঞ্চের পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। বিপজ্জনক হয়ে ওঠা জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রাহী দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই। আনন্দের ঢেউ ওঠা গ্যালারিতে ঘরের ছেলের সাফল্যে তখন আত্মহারা গ্রিন গ্যালারির দর্শকরা।

সেখানে বাংলাদেশের পতাকা হাতে খুঁজে পাওয়া গেল এক মাশরাফি ভক্তকে। দলে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকের মতো খেলোয়াড় থাকলেও কেউই মন গলাতে পারছে না আরিফ নামের ওই ভক্তের। জানেন মাশরাফি টেস্ট খেলেন না, তবু মনের অজান্তে আরিফ খুঁজে চলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে, ‘টেস্টে মাশরাফি ভাই খেললে আমরা সহজেই জিতে জেতাম। ইশ, যদি মাশরাফি ভাই খেলতেন।’

গ্রিন গ্যালারির ঠিক উপরের সাড়িতে বসে খেলা দেখছিলেন এক লন্ডন প্রবাসী। গত সপ্তাহে দেশে ফেরা এই প্রবাসীর ইতিহাসের স্বাক্ষী হতেই স্টেডিয়ামে আসা। চলতি টেস্টের প্রতিদিনই গ্যালারিতে বসে খেলা উপভোগ করার ইচ্ছা জুনায়েদ নামের এই ক্রিকেট ভক্তের। আনন্দের সঙ্গে তার মনে কিছুটা আক্ষেপও মিশে থাকলো  এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়। আপেক্ষটা তার সিলেটে কম খেলা নিয়ে, ‘এত সুন্দর স্টেডিয়ামে এত কম খেলা কী করে হয়! এখানে আরও খেলা দেওয়া উচিত। বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম আমাদের এটাই। আশা করি ভবিষ্যতে এখানে খেলা আরও বাড়বে।’

ক্রিকেটের প্রতি জুনায়েদের ভালোবাসা প্রকাশ পায় পরের কথায়, ‘প্রথম টেস্ট বলেই এখানে আসা, বিষয়টা তেমন নয়। আমি ক্রিকেট ভালোবাসি, বাংলাদেশ দল যখন ইংল্যান্ড যায় তখনও আমি মাঠে যাই। এবার ইতিহাসের স্বাক্ষী হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

জুনায়েদের ঠিক নিচের সারিতেই খেলা উপভোগ করছিলেন এক দম্পতি। তামিমের বড় ভক্ত এই দম্পতি হতাশা নিয়েই এসেছেন খেলা দেখতে। প্রিয় খেলোয়াড়ের খেলা যে দেখা হলো না তাদের! সেই আক্ষেপ অবশ্য জুড়িয়ে গেছে অভিষিক্ত সিলেট স্টেডিয়ামের নানা আয়োজনে।

শুধু আনন্দ নয়, ক্ষুব্ধতাও ঝরল গ্যালারিতে। সিলেটের মাঠে খেলা, অথচ ঘণ্টা বাজানো হলো ‘বাইরের’ কাউকে দিয়ে- বিষয়টা মানতে পারছেন না পঞ্চাশোর্ধ্ব এক ব্যবসায়ী। তার প্রশ্ন, ‘আমাদের এখানে কি তারকা ক্রিকেটারের অভাব আছে? (হাসিবুল হোসেন) শান্ত, রাজিন (সালেহ), অলক (কাপালি), এনামুল (হক জুনিয়র) সবাই জাতীয় দলের সেরা পারফরমার। তাদের কাউকে দিয়ে তো ঘণ্টা বাজানো যেত। আমি এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

শনিবার বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে নাম লিখিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়াম। অভিষেকের দিনে গ্যালারির অনেকটা ফাঁকা থাকলেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের হিসাবে সংখ্যাটা খুব একটা কমও নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com