লোকালয় ২৪

ইথিওপিয়ায় অভ্যুত্থান চেষ্টা, সেনাপ্রধান নিহত

ইথিওপিয়ায় অভ্যুত্থান চেষ্টা, সেনাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : এক সেনা কর্মকর্তার অভ্যুত্থান চেষ্টার সময় ইথিওপিয়ায় সেনাপ্রধানসহ তিন শীর্ষ কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য আমহারাতে এক জেনারেল এই অভ্যুত্থান চেষ্টা করেছেন বলে রোববার দেশটির সরকারি টেলিভিশন জানিয়েছে।

ইথিওপিয়ার সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমহারা রাজ্যের প্রেসিডেন্ট আম্বাচিউ মেকোননেন এবং তার উপদেষ্টাও নিহত হয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা প্রধান জেনারেল আসামনিউ টিসিজ এই অভুত্থান চেষ্টার নায়ক।

আমহারাসহ আঞ্চলিক ক্ষমতাবানদের অব্যাহত চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী আবিএ আহমেদ। এই আমহারাতেই জাতিগত সহিংসতা বেড়ে চলছে।

রাজধানী আদ্দিস আবাবার এক কর্মকর্তা জানিয়েছেন, জেনারেল আসামনিউ জাতিগত মিলিশিয়াদের যেভাবে খোলামেলা নিয়োগ দিচ্ছেন কীভাবে তা  বন্ধ করা যায় সে বিষয়ে রাজ্যের প্রেসিডেন্টের সঙ্গে কেন্দ্রীয় কর্মকর্তা বৈঠক করছিলেন। এ সময় গোলাগুলি শুরু হয়ে যায়।

এর এক সপ্তাহ আগে জেনারেল আসামনিউ প্রকাশ্যে আমহারার জনগণকে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই আমহারার জনগণ হচ্ছে ইথিওপিয়ার অন্যতম বৃহৎ উপজাতি।