ইতিহাসে ধ্রুবতারা হয়ে থাকবেন সৈয়দ আশরাফ : প্রধানমন্ত্রী

ইতিহাসে ধ্রুবতারা হয়ে থাকবেন সৈয়দ আশরাফ : প্রধানমন্ত্রী

ইতিহাসে ধ্রুবতারা হয়ে থাকবেন সৈয়দ আশরাফ : প্রধানমন্ত্রী
ইতিহাসে ধ্রুবতারা হয়ে থাকবেন সৈয়দ আশরাফ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের ‍মৃত্যুতে বাংলাদেশ একজন মহৎপ্রাণ, সৎ, নীতিবান, দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন আদর্শবান, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কীর্তিগাথা ও গৌরবময় নেতৃত্ব চির অনুসরণীয় হয়ে থাকবে।

আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সৈয়দ আশরাফ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com