সংবাদ শিরোনাম :
ইডেন টেস্টে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়

ইডেন টেস্টে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়

ইডেন টেস্টে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়
ইডেন টেস্টে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্কঃ ইডেন গার্ডেন্সের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্টে পা রাখেনি। ভারতেরও গোলাপি বলে খেলার অভিষেক হয়নি। দুই দেশের এবারের টেস্ট সিরিজে সেই অপেক্ষা দূর হচ্ছে। ২২ নভেম্বর ইডেনে হতে যাওয়া ম্যাচটি হবে দুই দলের প্রথম দিবা-রাত্রি টেস্ট। এই ম্যাচ স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি নেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর।

ইডেনে ঘণ্টা বাজিয়ে দিনের খেলা শুরু করার প্রথা বেশ পুরোনো। বেশিরভাগ সময় সাবেক ক্রিকেটারের হাতেই ঘণ্টা বাজে। তবে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শেখ হাসিনা ও মমতা একসঙ্গে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করবেন বলে খবর ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’-এর।

ঐতিহাসিক এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নানা রকম আয়োজন করছে সিএবি। পশ্চিমবঙ্গের গভর্নর জয়দীপ ধ্যানকারকেও মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ম্যাচ শুরুর আগে গান গাইবেন তিনি। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারেন শ্রেয়া ঘোষাল।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারকেও আনার চেষ্টা করছেন গাঙ্গুলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com