ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তামিম

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তামিম

ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তামিম
ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তামিম

খেলাধুলা ডেস্কঃ ক্যাপিটাল কিডস ক্রিকেট গত ২৮ বছর ধরে ইংল্যান্ডের তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের গড়ে তোলার দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটি শুধু ক্রিকেটার হিসেবে গড়ে তোলাই নয়, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটির মাধ্যমে ইংল্যান্ডের খুদে ক্রিকেটারদের ক্রিকেটের হাতেখড়ি হয় বলে দেশজুড়ে আলাদা একটা সুনাম রয়েছে ক্যাপিটাল কিডস ক্রিকেটের। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

তামিমের টুইটার পোস্ট 

বিশ্ব একাদশের হয়ে খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন তামিম। সেখানেই ইংল্যান্ডের এই প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ততার কাজ সম্পন্ন করেছেন দেশসেরা এই ওপেনার। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রতিষ্ঠানটির প্রতি তার সমর্থন জানিয়ে পোস্ট করেন বাঁহাতি এই ওপেনার।

ওই টুইটে তামিম লিখেন, ‘ক্যাপিটাল কিডস ক্রিকেটের অ্যাম্বাসেডর হিসেবে নিজের সমর্থন জানাতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। তৃণমূল পর্যায়ের ক্রিকেটের জন্য এটি খুবই ভালো উদ্যোগ!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com