লোকালয় ২৪

আসেনি ৯ দিনের নমুনা রিপোর্ট ॥ হবিগঞ্জকে গ্রীণ জোন চায় স্বাস্থ্য বিভাগ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জ জেলায় গত ১৪ দিনে ৫৬ জন করোনা রোগী সনাক্ত হওয়ায় ৯টি উপজেলার কোনটিকেই রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়নি। গতকাল রবিবার হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে একথা জানানো হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে ওই পত্রে হবিগঞ্জের সাতটি উপজেলাকে সবুজ ও দুইটি উপজেলাকে হলুদ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবুজ জোন হিসেবে চিহ্নিত উপজেলাগুলো হলো আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর ও নবীগঞ্জ। হলুদ জোন হিসেবে বাহুবল ও চুনারুঘাটকে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, গত ১৪ দিন আক্রান্তের হিসেবে জোন চিহ্নিত করা হয়েছে। অথচ গেল ৯ দিন ধরে নিয়মিত নমুনা প্রেরণ করলেও ঢাকা থেকে আসছে না রিপোর্ট। কন্ট্রাক্ট ট্রেসিংয়ের বিষয়টিও নিশ্চিত হচ্ছে না অধিকাংশ রোগীর ক্ষেত্রে। হাট-বাজারে গেলেই চোখে পড়ে অসচেতনতার চিত্র। এ অবস্থায় এখানে করোনার ঝুঁকি বেড়ে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।