সংবাদ শিরোনাম :
আসন্ন রমজান মাসে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ

আসন্ন রমজান মাসে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ

/lokaloy24.com

এস.এম মানিক: রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে ও মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

রোববার কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আবদুল হাই এবং আঞ্জুম সুলতানা অংশ নেন।

বৈঠকে খাদ্য অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ নিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, খাদ্য অধিদফতর পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শূন্য পদে নিয়োগ দেবে। বৈঠকে আরও জানানো হয়, আসন্ন বোরো সংগ্রহ মৌসুমে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম নেয়া হয়েছে।

বৈঠকে কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি, ২০২০-এর খসড়া সংশোধন, সংযোজন ও পরিমার্জনের জন্য পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com