সংবাদ শিরোনাম :
আসছে বুলেট ট্রেন, চলবে সিলেট, রাজশাহী, পায়রা বন্দরে

আসছে বুলেট ট্রেন, চলবে সিলেট, রাজশাহী, পায়রা বন্দরে

আসছে বুলেট ট্রেন, চলবে সিলেট, রাজশাহী, পায়রা বন্দরে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন রেল রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালু হতে যাচ্ছে। এমনই খবর দিয়ে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক জানিয়েছেন, ‘শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করা হবে।’

 

২৫ জুলাই, বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে রেলপথ মন্ত্রণালয় শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান। বিএনপি সরকার রেল-খাতকে ধ্বংস করে গেছে এমন মন্তব্য করে রেলমন্ত্রী আরো বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী ধ্বংসপ্রাপ্ত রেলখাতে গতি এনেছেন। বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। অনেক প্রকল্প চলমান আছে।’

 

মুজিবুল হক জানান, তার সরকারের সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, ‘যেকোনো প্রকল্পে ভূমি অধিগ্রহণসহ তা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আগের মতো ভবিষ্যতেও জনকণ্যাণমূলক কাজে ডিসিদের সহযোগিতা অব্যাহত থাকা প্রয়োজন।’

 

সম্মেলনে জেলা প্রশাসকদের মধ্য থেকে সাতটি লিখিত প্রস্তাব পেশ করা হয়। রেলপথ মন্ত্রী ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন জেলা প্রশাসকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সম্মেলনে ঢাকার জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণে কমিউটার ট্রেন চালানোর একটি প্রস্তাব উত্থাপন করেন।

 

এছাড়াও বগুড়ার জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মাণ কাজ এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণ ও একই লাইনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন, প্ল্যাটফর্ম ও ট্রেনের দরজা একই বরাবর করার জন্য অনুরোধ জানান। এ সময় রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com