আশ্রয়হীনদের ঘর নির্মাণ করে দেওয়া নজিরবিহীন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আশ্রয়হীনদের ঘর নির্মাণ করে দেওয়া নজিরবিহীন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

লোকালয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ৯ লাখ ভূমিহীন, গৃহহীন, অসহায়, দরিদ্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরা সম্প্রদায়সহ প্রকৃত আশ্রয়হীনদের জন্য বিনামূল্যে গৃহ নির্মাণ করে দিয়েছেন, যা বিশ্বে নজিরবিহীন একটি ঘটনা।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কোন ধরণের দুর্নীতির প্রশ্রয় দেয়া হবেনা, একবিন্দু ছাড়ও দেওয়া হবে না, এটা বরদাস্ত করবে না সরকার।
শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোঘলদিঘা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর পরিদর্শন ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ প্রমুখ। পরে প্রতিমন্ত্রী সেখানে ফলজ বৃক্ষের চারা রোপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com