লোকালয় ২৪

আশাকরি অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন: স্বাস্থ্যমন্ত্রী

আশাকরি অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন: স্বাস্থ্যমন্ত্রী

বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়াকে সরকার নয় আদালত কারাদণ্ড দিয়েছে। সরকারকে দোষারোপ করা উচিত না। তবে আশা করি, অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন।’

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে। তারা যতই ফাল পারুক, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনও কথা নাই। সে কারণে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নয়, ১৪ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। এ ব্যাপারে কোনও সন্দেহ থাকার কথা নয়। এর আগেও আমরা জোটগতভাবে নির্বাচন করেছি। এবারেও তাই করবো।’

তিনি রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দিয়ে বলেন, ‘কয়েকদিনের মধ্যে আরও ৪ হাজার চিকিৎসক নেওয়া হবে। নির্বাচনের আগে আরও ৫ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নেওয়া হবে।’

এর আগে মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. অজয় রায়, সাংসদ টিপু মুন্সি , আশিকুর রহমান এমপিসহ অন্যান্য নেতারা।