সংবাদ শিরোনাম :
আশরাফুলকে আশার কথা শোনালেন প্রধান নির্বাচক

আশরাফুলকে আশার কথা শোনালেন প্রধান নির্বাচক

খেলাধুলা ডেস্ক: আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন আগে, রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিনহাজুল। এ সময় মোহাম্মদ আমরাফুলের নিষেধাজ্ঞার শেষ ও তার ক্যারিয়ারের সম্ভাব্য নতুন শুরু নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন তিনি।

 

এ সময় আশরাফুলের আবার জাতীয় দলে ফেরার সম্ভাবনার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আশরাফুলকে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফর্ম করতে হবে। আমরা তার ফিটনেসের অবস্থা পর্যবেক্ষণ করবো। কারণ সে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলো। ১৩ তারিখ থেকে তার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, এরপর সব ফরম্যাটে সে খেলুক। এরপর একটা বছর গেলে আমরা তার ফিটনেস সম্পর্কে ধারণা পাবো। এরপর বিবেচনা করা হতে পারে।’

প্রধান নির্বাচকের এই কথা নিঃসন্দেহে মোহাম্মদ আশরাফুলের জন্য আশার বাণীই মনে হবে। গত ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচ সেঞ্চুরির মতো অবিশ্বাস্য পারফর্ম করে এমনিতেই আলোচনায় তিনি। আর এখন কেটে যাচ্ছে নিষেধাজ্ঞার বাঁধাটাও। সব মিলিয়ে আশরাফুলের ফেরার পথ এখন তৈরি করতে হবে আশরাফুলকেই।

 

আশরাফুলের বয়স এখন ৩৪ বছর। এই বয়সে অন্যান্য দেশে বহু ক্রিকেটারের ক্যারিয়ার মাত্র শুরু হয়। কিন্তু উপমহাদেশে দেখা যায় এই বয়সে অবসরে চলে যাচ্ছেন অনেক ক্রিকেটার। বিশেষ করে বাংলাদেশে ৩০-এর বেশি বয়সী ক্রিকেটারদের উপর নির্বাচকদের ভরসা করার ইতিহাস খুব বেশি দেখা যায় না। কিন্তু মিনহাজুল এই বিষয় যা বলেছেন, তাও আশরাফুলের জন্য আশার বাণীই মনে হবে।

 

আশরাফুলের বয়স তার ফেরার পথের প্রতিবন্ধকতা হতে পারে কিনা, এমন প্রশ্নে মিনহাজুল বলেন, ‘বয়স কোনো ব্যাপার নয়। কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে খেলার পারফর্ম ও ফিটনেস প্রমাণ করতে পারে, তাহলে সে জাতীয় দলে খেলতেই পারে। আশরাফুল আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু করেছে। তার সামর্থ্যও আছে। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’

 

জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক হিসেবে আবার জাতীয় দলে ফেরার জন্য কী করতে হবে, সে বিষয়ে আশরাফুলকে পরামর্শও দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘জাতীয় ঢুকতে হলে আশরাফুলক বিশেষ কিছু করতে হবে। কারণ সে যে জায়গায় খেলে, সেখানে এখন অনেকে স্থায়ীভাবে পারফর্ম করছে। আশরাফুলকে তাদের তুলনায় অনেক ভালো হতে হবে।’

 

প্রধান নির্বাচকের প্রতিটি কথায়ই ছিলো আশরাফুলের জন্য আশার বাণী। ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যানের ক্যারিয়ার থমকে গেছে ২০১৩ সালে। ২০১২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং করার অপরাধে পাঁচ বছরের জন্য ফ্রেঞ্চাইজিভিত্তিক ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিলো তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com