লোকালয় ২৪

আল সোহাগ, শেরাটন, ধানসিড়িসহ বিভিন্ন হোটেলে অভিযানের দাবি শায়েস্তাগঞ্জের বিভিন্ন রেষ্টুরেন্টে পচাঁবাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন রেষ্টুরেন্টে পচাঁবাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত দাম আদায়েরও অভিযোগও পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই হোটেল মালিকদের সাথে ক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। মাঝে মধ্যে যদিও দুই একটি হোটেলে ভোক্তা অধিকার জরিমানা করে তাও সামান্য। তবে বড় বড় হোটেল থেকে যায় অভিযানের বাইরে। ফলে পচাঁবাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি বেড়েই চলেছে। শায়েস্তাগঞ্জ পৌরবাসী জানান, হোটেল আল সোহাগ, ধানসিড়ি, শেরাটন, ফার্দিন মার্দিনসহ বিভিন্ন নামিদামী হোটেলে এসব পচাঁবাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা হচ্ছে। পাশাপাশি তারা ইচ্ছামতো ক্রেতাদের কাছ থেকে দাম আদায় করছে। আর এসব খেয়ে অনেকে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অনেক সময় দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার বিক্রি করা হচ্ছে। পৌরসভা থেকে কোনো তালিকা না দেয়ায় ইচ্ছামাফিক চার্ট টানিয়ে ব্যবসা করে যাচ্ছে।