সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অপু বিশ্বাসের একটি নাচের ভিডিও। সেখানে এক চেয়ার ম্যানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। আলোচনায় অপুর এই ভিডিওটি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, উৎসব মঞ্চে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘জান কুরবান’ ছবির জনপ্রিয় ‘কারো প্রেমে পড়লাম নারে, মজা কি বুঝলাম নারে, শোনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ’ গানটির সাথে চেয়ারম্যানের সাথে নাচছেন অপু বিশ্বাস।
কবে? কোথায়? কোন অনুষ্ঠানে নাচছিলেন অপু। খোঁজ নিয়ে জানা গেল জয়পুরহাটের মেয়ে অপু বিশ্বাস এবারের বৈশাখ পালন করেছের নিজের এলাকায়। ১৬ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেন অভিনেত্রী। এজন্য হেলিকপ্টারে চড়ে সেদিন বিকালে ঢাকা থেকে সরাসরি মাত্রাই মডেল কলেজ মাঠে নামেন অপু বিশ্বাস।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে জামাই বরণ অনুষ্ঠানে নেচেছেন তিনি। এবার সেই উৎসবে হাজির ছিল সস্ত্রীক ১৬ হাজার জামাই। তাদের বিভিন্ন উপহারও দেন প্রতীকী শ্বশুর ইউনিয়ন চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক। আর সেখান গানের সঙ্গে সঙ্গে নাচ করেন অপু।