লোকালয় ২৪

‘আ’লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠন হাস্যকর’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে দেশের সবচেয়ে বড় দল দাবি করে এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠন হাস্যকর।

বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘দেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অনেক সমর্থক রয়েছে। আওয়ামী লীগ ছাড়াও আরো ১৪ দল রয়েছে। এসব দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠন সাম্প্রদায়িক মেরুকরণ।’

তিনি আরো বলেন, ‘জাতীয় ঐক্যের নামে দেশে যা হচ্ছে তা সাম্প্রদায়িক মেরুকরণ। আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য গঠন সম্ভব? ‘জাতীয় ঐক্য’ শব্দটি ব্যবহার করা উচিত নয়।’

জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘কখন নির্বাচন অনুষ্ঠিত হবে তা ঘোষণা করবে ইসি। এটা বলা সরকারের, কোনো মন্ত্রীর বা কোনো দলের নেতার দায়িত্ব নয়।’ ইউএনবি।