লোকালয় ২৪

‘আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না, ৬ অক্টোবর সমাবেশ’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে পার্টির যৌথ সভায় তিনি এ কথা বলেন। এতে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশের তারিখ ঘোষণা করে এরশাদ বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচন করবো। নেতাকর্মীরা প্রস্তুতি নিন। এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনে কী কৌশল আমরা নেব তা জানিয়ে দেয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতাকর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।’

প্রসঙ্গত, নানান নাটকীয়তার পর দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একটি গ্রুপ অংশ নেয়। পরে সরকারে মন্ত্রিত্ব নেয়ার পাশাপাশি সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে আসছে দলটি। এরশাদ হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।