সংবাদ শিরোনাম :
আম পাড়তে গিয়ে মৃত্যু!

আম পাড়তে গিয়ে মৃত্যু!

আম পাড়তে গিয়ে মৃত্যু!
আম পাড়তে গিয়ে মৃত্যু!

লোকালয় ডেস্কঃ আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

৯ মার্চ, বুধবার দুপুরে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক তৌফিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশের গাছে আম পাড়ার জন্য উঠলে গাছ থেকে পড়ে যায় তৌফিক। ওই সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  বলেন, ‘উর্দু বিভাগের এক ছাত্র মারা গেছে শুনেছি। ছেলেটির দুর্ভাগ্য, সে আমগাছ থেকে পড়ে মারা গেছে ৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা করছি ৷ ইতোমধ্যে তার পরিবার এসেছে ৷ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com