সংবাদ শিরোনাম :
‘আমি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়!’

‘আমি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়!’

‘আমি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়!’
‘আমি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়!’

ঢাকা- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম রাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। এ তালিকা তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের প্রত্যেকের সম্পর্কে তথ্য সংগ্রহের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম প্রকাশ হওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি এ কথা বলেন।

গোলাম আরিফ টিপু বলেন, ‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ আমার নাম রাজাকারের তালিকায়! ২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছেন। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়।’

তিনি বলেন, আমি বুঝতে পারলাম না এ শক্তিটা তারা কোথা থেকে পেলেন। মুক্তিযোদ্ধা সংস্থা বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির অবস্থান কিছুটা রয়ে গেছে। আর সেখান থেকেই এ অবস্থা হচ্ছে যা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে করা হয়েছে।

এ সময় গোলাম আরিফ টিপু আরও বলেন, তালিকা থেকে তার নাম প্রত্যাহার না করলে, আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com