সংবাদ শিরোনাম :
আমি চাই না কেউ আমার জন্য কাঁদুক: দানি আলভেজ

আমি চাই না কেউ আমার জন্য কাঁদুক: দানি আলভেজ

আমি চাই না কেউ আমার জন্য কাঁদুক: দানি আলভেজ
আমি চাই না কেউ আমার জন্য কাঁদুক: দানি আলভেজ

খেলাধুলা ডেস্কঃ চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না দানি আলভেজের। ভক্তদের এ জন্য কষ্ট পেতে নিষেধ করে একটি চিঠি লিখেছেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। চিঠিতে তিনি তাঁর জন্য কাঁদতে মানা করেছেন ভক্তদের।

দানি আলভেজের রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। ফ্রেঞ্চ কাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান এ রাইট ব্যাক। প্রায় ৬ মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে ৩৫ বছর বয়সী এ ডিফেন্ডারকে। আলভেজের জন্য নিশ্চয়ই তাঁর ভক্তদের মন পুড়ছে?

পিএসজি তারকা তা বুঝতে পেরেই ‘দ্য প্লেয়ার্স ট্রিবিউন’-এ ভক্তদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তাঁর জন্য ভক্তদের কাঁদতে মানা করে দিলেন আলভেজ, ‘একটা কথা বলি, আমি চাই না কেউ আমার জন্য কাঁদুক। কেউ আমার জন্য দুঃখ পাক, সেটাও চাই না। স্বপ্নগুলো পূরণ করেছি। দানি আলভেজ হয়তো রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে না কিন্তু তারপরও সুখী।’
মাঠের বাইরে ফুর্তিবাজ হিসেবে আলাদা খ্যাতি রয়েছে আলভেজের। কী সতীর্থ, কী প্রতিপক্ষ—আলভেজ সবার সঙ্গেই মজা করতে ভালোবাসেন। কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে পড়েও ভক্তদের উদ্দেশে আলভেজের এই আর্তিটুকু বুঝিয়ে দেয় তিনি কতটা শক্ত মনের মানুষ। তবে সেই মনের ভেতরে দুঃখও আছে। চিঠিতে ভক্তদের সঙ্গে দুঃখটুকুও ভাগ করেছেন পিএসজি তারকা।
আলভেজ লিখেছেন, ‘ড্রেসিং রুমে পিএসজির ডাক্তার বললেন ফল পেতে একটা দিন অপেক্ষা করা উচিত। কিন্তু আমি মনে মনে ততক্ষণে বুঝে যাই, সবকিছু (বিশ্বকাপ) শেষ হয়ে গেছে। সবাই ফ্রেঞ্চ কাপ জয়ের উৎসব করছিল। আমি সেখানে নেতিবাচক কোনো প্রভাব ফেলতে চাইনি। দানি আলভেজকে চিনলে এটা তো জানেন, সে সব সময়ই হাসিখুশি। কিন্তু সবাই আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল কিছু একটা গড়বড় আছে। একা থাকা অবস্থায় তখন একবারই কেঁদেছি।’
আশ্চর্যের বিষয় হলো, রাশিয়া যাওয়ার স্বপ্ন ভেঙে গেলেও আলভেজ কিন্তু ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে খেলার স্বপ্নে হাল ছাড়েননি। খেলতে চান ২০২২ কাতার বিশ্বকাপে। ভুল পড়েননি। হ্যাঁ, এখন থেকেই কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আলভেজ, ‘২০২২ বিশ্বকাপে আমি দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করব। তখন আমার বয়স হবে ৩৯ বছর কিন্তু মনের উদ্যমটা থাকবে ১৭ বছর বয়সীদের মতো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com