আমার বোন ক্ষমতায় থাকা পর্যন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না: কাদের সিদ্দিকী

আমার বোন ক্ষমতায় থাকা পর্যন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না: কাদের সিদ্দিকী

আমার বোন ক্ষমতায় থাকা পর্যন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না: কাদের সিদ্দিকী
আমার বোন ক্ষমতায় থাকা পর্যন্ত আমাকে নির্বাচন করতে দেওয়া হবে না: কাদের সিদ্দিকী

লোকালয় ডেস্কঃ ঋণখেলাপের ঘটনায় টাঙ্গাইল ৪ ও ৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তার বোন ক্ষমতায় থাকা পর্যন্ত তাকে নির্বাচন করতে দেওয়া হবে না।

২ ডিসেম্বর, রবিবার দুপুরে যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি ইলেকশন কমিশনে আপিল করব। আমরা যখন ইলেকশন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিল, ইলেকশন কমিশন কখনো কোর্টে বাদী হবে না। আমি এটি দেখার জন্যই ইলেকশন কমিশনে যাব।’

বোন হিসেবে কারো নাম উল্লেখ না করে কাদের সিদ্দিকী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার বোন সরকারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেওয়া হবে না। আমি চাই নির্বাচনটা ভালো হোক।’

‘আমার সংগ্রাম হচ্ছে ভোটার যেন ভোট দিতে পারে। দেশে যেন গণতন্ত্র অব্যাহত থাকে, দেশে যেন সুশাসন থাকে। এখন যে কুশাসন চলছে এই শাসন ভালো না। আমার নির্বাচনে দাঁড়ানো আর না দাঁড়ানো কোনো বড় কথা না।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘যদি আমার দেশ প্রেম সত্য হয়, তাহলে বর্তমান সরকার ১৯ থেকে ২০টি সিট পাবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com