লোকালয় ডেস্কঃ আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভিন তালুকদার মায়ার আরেক কর্মিসভার বিরিয়ানি খেয়ে এবার দেড়শ লোক অসুস্থ হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার বিকালে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে কর্মিসভায় দেওয়া বিরিয়ানি খেয়ে তারা অসুস্থ হন। তাদের সঙ্গে মায়া নিজেও অসুস্থ হয়েছেন বলে দাবি করেছেন।
এর আগে মঙ্গলবার বিকালে মহেশপুর হাইস্কুল মাঠে কর্মিসভা শেষে দেওয়া বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক লোক অসুস্থ হয়।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ১৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
“তারা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”এছাড়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও পাঁচজন।
এ বিষয়ে মায়া বলেন, “ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করছি।
“কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে কর্মিসভা শেষে নেতা-কর্মীদের পাঁচ হাজার প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়। এ বিরিয়ানি আমার মহেশপুরের বাসায় স্থানীয় বাবুর্চি দিয়ে রান্না করা হয়। এটা খেয়ে আমি নিজেও অসুস্থ হয়েছি।”
এ ঘটনায় পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে।
জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে।
কোটচাঁদপুর হাসপাতালে গিয়ে দেখা গেছে, হঠাৎ অতিরিক্ত রোগীর ভিড়ে নার্স-চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। আবার হাসপাতালে বিছানার অভাবে মেঝে ও সিড়িতেও রোগীদের থাকতে হচ্ছে।মামুনশিয়া গ্রামের মোশারফ হোসেন বলেন, সভা শেষে তিনি এক প্যাকেট বিরিয়ানি পান। খাওয়ার পর রাত ৮টার দিকে তার পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে।
গোবিন্দপুর গ্রামের শামসুল ইসলাম দুই প্যাকেট বিরিয়ারি পেয়েছিলেন জানিয়ে বলেন, বাড়ি ফিরে স্ত্রীসহ পরিবারের পাঁচজন মিলে সেটা খান।
“রাত ৩টার দিকে সবাই বমি ও পায়খানা শুরু করে। সাথে পেটে তীব্র ব্যথা।”