সংবাদ শিরোনাম :
আবার ক্ষমতায় এলে সরকার যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেবে: প্রধানমন্ত্রী

আবার ক্ষমতায় এলে সরকার যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেবে: প্রধানমন্ত্রী

আবার ক্ষমতায় এলে সরকার যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেবে: প্রধানমন্ত্রী
আবার ক্ষমতায় এলে সরকার যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেবে: প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে কানেকটিভিটির ওপর জোর দেবে আওয়ামী লীগ সরকার।

১১ জুলাই, বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি আবার ক্ষমতায় আসতে পারি, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, বাংলাদেশকে এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযোগ স্থাপন অধিক গুরুত্ব পাবে।

ইতোমধ্যেই সরকার পায়রায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ শুরু করেছে এবং এটির নির্মাণ সম্পন্নও করা হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।’

বাংলাদেশের সঙ্গে অবশিষ্ট দেশগুলোর এই সংযোগ স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘তার সরকার গ্রাম উন্নয়নের ওপর অধিক গুরুত্বারোপ করেছে। প্রতিটি গ্রামকে সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত করে একেকটি শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।’

তার সরকার সারা দেশে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, তেমনি কৃষির উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।’

সে সময় প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু থেকে বরিশাল পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা তার সরকারের রয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও তার পরিকল্পনা রয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নারীদের জন্য জেলা-উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে ফ্ল্যাট বা হোস্টেল নির্মাণ করে দেবে।

যাতে করে সেখানে যেসব মেয়েরা কাজ করবে, তারা যেন নিরাপদে ভালোভাবে বসবাস করতে পারে। আর যেসব এলাকায় শিল্পায়ন হচ্ছে, সেসব স্থানেও নারীদের জন্য হোস্টেল ও ডরমেটরি নির্মাণ করে দেওয়া হচ্ছে।’

গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য কোনো এনজিও আবাসন ব্যবস্থা করে দিতে চাইলে, মাত্র দুই শতাংশ সার্ভিস চার্জে তাদের টাকা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com