লোকালয় ২৪

আবারও বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আবারও বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক- ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার বাগদাদের বাইরে থেকে ইরাকের গ্রিন জোনে তিনটি রকেট হামলা চালানো হয়। এর মধ্যে ২টি রকেট বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর পুরো গ্রিন জোন জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে। তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।

এদিকে সোলাইমানি হত্যাকাণ্ডের পর ইরাকে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠছে। সোমবার ওই বিক্ষোভে বিভিন্ন শহরে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা ইরান ও ওয়াশিংটনের প্রভাবমুক্ত সরকার গঠনের জন্য রাজনৈতিক সংস্কারের দাবি তুলেছে।